চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহণের বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রবিবার সকাল আজ ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে।

শনিবার দুপুরে যশোরে খুলনা বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের জরুরি সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সভায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডল। তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলার শ্রমিক নেতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয় যশোরের চাঁচড়া মোড়ে। সভায় ফেডারেশনের সভাপতি আজিজুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত থেকে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলার রায়ে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহণের চালক জামির হোসেনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ হয়। ওইদিন থেকেই চুয়াডাঙ্গা জেলায় শনিবার পর্যন্ত পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত ছিল।

(টিটি/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)