খুলনা প্রতিনিধি : দ্বিতীয় দিনে গড়াল খুলনা বিভাগের ১০ জেলায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

এদিকে সমঝোতার লক্ষ্যে বিভাগীয় প্রশাসন বৈঠক ডেকেছে বলে জানিয়েছেন ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু।

দুদুবলেন, খুলনা বিভাগের ১০ জেলার সব কটিতে ধর্মঘট চলমান থাকায় সোমবার দুপুর ১২টায় খুলনা সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার সমঝোতার লক্ষ্যে এই বৈঠক ডেকেছেন।

সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকের মৃত্যুর দায়ে বাসচালকের যাবজ্জীবন সাজার প্রতিবাদে খুলনা বিভাগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে, যা রোববার শুরু হয়েছে।

ছয় বছর আগে ২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

বাংলাদেশকে নাড়িয়ে দেওয়া সেই দুর্ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর আসামি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।

ফেডারেশন নেতা রহিম বক্স দুদু বলেন, “শ্রমিকরা যাবজ্জীবন কারাদণ্ডের রায় মাথায় নিয়ে গাড়ি চালাবে না।”

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)