রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস চাপায় জুলফিকার আলী ভুট্টু (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের উপজেলা সদর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জুলফিকার আলী উপজেলার সিংড়া ধোপাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি উপজেলার এসআর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এসএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শক হিসেবে পিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।

পবা হাইওয়ে পুলিশের শিবপুর ফাড়িঁর ইনচার্জ ও উপরিদর্শক মনির হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান ওই শিক্ষক। পরে পুলিশ মরদেহ সেখানকার মর্গে নেয়। এ নিয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

তিনি আরো বলেন, সকালে মসজিদের পাশে মহাসড়ক পারাপার হচ্ছিলেন ওই শিক্ষক। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান ওই শিক্ষক।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে সেখানেই মারা যান ওই শিক্ষক।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)