মাদারীপুর প্রতিনিধি : স্কাউটসের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিত লর্ড ব্যাটেন পাওয়েল অব গিলওয়েল (বিপি)-এর ১৬১তম জন্মদিন উপলক্ষে মাদারীপুর জেলা স্কাউটসের পরিচালনায় এবং মাদারীপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় বিপি দিবস ও স্কাউট সপ্তাহ পালিত হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকায় শহর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।



স্বচ্ছ পৌরসভা গড়ার লক্ষ্যে সোমবার সকাল ১০টায় স্থানীয় স্বাধীনতা অঙ্গণে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান হাওলাদার, শিক্ষাবিদ সৈয়দ আকমল হোসেন পিলু, জেলা শিক্ষা অফিসার সুবাস চন্দ্র ওঝা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আলীম প্রমুখ।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)