সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ২ জন নিহত হয়েছে।

সোমবার সকালে সুহেল মিয়া (৩৫) নামে এক যুবক চিকিৎসাধান অবস্থায় মারা যান। এর আগে রবিবার এক কিশোর মারা যান।

সুহেল মিয়া ওসমানীনগর উপজেলার দক্ষিণ কালনীচর গ্রামের মাহমুদ মিয়ার ছেলে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুহেল মিয়ার মৃত্যু হয়েছে। রবিবার সংঘর্ষের সময় জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের মৃত শরফ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (১৬) নিহত হন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, রবিবার সকালে ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়া গ্রামে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান ও দলটির বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই কিশোর সাইফুল নিহত হন। এ ছাড়া আহত হন ১৫ জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, আগামী ৬ মার্চ ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)