গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর বিদুৎস্পৃষ্ট হয়ে কারখানার নিরাপত্তাকর্মীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক শ্রমিক।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কালিয়াকৈরের মৌচাকের নিশ্চিন্তপুর এলাকার আল আমিন গ্রুপের সানি স্পিনিং কারখানায়।

নিহতরা হলেন সিরাজগঞ্জ সদরের থানার হরিণা এলাকার মৃত দানেজ উদ্দিনের ছেলে নিরাপত্তাকর্মী আবু সাঈদ (৫৫) এবং হবিগঞ্জের বানিয়াচং থানার মুরাদপুর এলাকার হাবিব চৌধুরীর ছেলে মো. ইব্রাহিম হোসেন (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় ওই কারখানা নিরাপত্তাকর্মীদের রুমের বারান্দা জমে থাকা পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বৃষ্টি কমার পর আবু সাঈদ রুমে প্রবেশ করতে যাবার সময় ওই পানিতে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা ওই কারখানার শ্রমিক ইব্রাহিম ও আমিনুল হক এগিয়ে যান। আবু সাঈদকে উদ্ধার করতে গিয়ে ইব্রাহিমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং আমিনুল ছিটকে অন্যত্র পড়ে গিয়ে আহত হন। এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট দুইজন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ওএস/এস/জুন ১৭, ২০১৪)