গোপালগঞ্জ প্রতিনিধি : সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে  উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদ লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছে। আজ মঙ্গলবার সকালে জেলা শহরে ৮ দফা দাবি সম্মলিত এসব লিফলেট বিতরণ করে। এর আগে সকাল ১০টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম কমপ্লেক্সের জেলা উদীচীর কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি আদালত প্রাঙ্গণসহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‌্যালী থেকে উদীচী সদস্যবৃন্দ সড়কে চলাচলকারী মানুষদের মাঝে “ভাষা অভিযাত্রা” নামক লিফলেট বিতরণ করেন।

র‌্যালীতে গোপালগঞ্জ বার কাউন্সিলের সাবেক সভাপতি এ্যাডভোকেট সরদার নওশের আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী আতিয়ার রহমান,জেলা উদীচী সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজুসহ উদীচী শিল্পীবৃন্দ র‌্যালীতে অংশ নেন।

(পিএম/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৭)