স্টাফ রিপোর্টার : ঘুষ ও জালিয়াতিসহ নানা দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাদের কাজ সেই দুর্নীতি দমন কমিশনের (দুদক)কর্মকর্তাদের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুই উপ-পরিচালককে শোকজও করেছে দুদক।

ওই দুই কর্মকর্তা হলেন- বগুড়া দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ হোসেন ও প্রধান কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা।

তাদের বিরুদ্ধে অভিযোগ ভয়-ভীতি দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৭ লাখ টাকা ঘুষ নিয়েছেন।

দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কমিশনার মো. শাহাবুদ্দীন চুপ্পু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, উচ্চ পর্যায়ের অনুসন্ধানে সংস্থার দুই উপ-পরিচালকের বিরুদ্ধে ৩৭ লাখ টাকা ঘুষ নেওয়া এবং আরও ২০ লাখ টাকা ঘুষ চাওয়ার তথ্য পায় দুদক। অভিযোগ যাচাইবাছাই করে কমিশন তাদের কাছে আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।

দুদকের অন্য একটি সূত্র জানায়, নোটিশে দুর্নীতি দমন কমিশন কর্মচারী চাকরি বিধিমালা ২০০৮ অনুযায়ী ওই দুই কর্মকর্তাকে আত্মপক্ষ সমর্থন করে অভিযোগের বিষয়ে প্রমাণসহ জবাব দিতে বলা হয়েছে। প্রমাণ দিতে ব্যর্থ্ হলে আরো অধিকতর অনুসন্ধানের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এস/জুন ১৭, ২০১৪)