আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশে ব্রিজ থেকে একটি বাস লেকে পড়ে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। 

মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়াওয়াদা এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, চালক সম্ভবত তন্দ্রাচ্ছন্ন ছিলেন এবং বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ভুবনেশ্বর থেকে হায়দরাবাদের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনায় আহত কমপক্ষে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা কাছাকাছি একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনা কবলিত বাসটিতে অনেকেই আটকে পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৭)