ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের মূল ফটক থেকে সদ্য জামিন পাওয়া পরিবহন ব্যবসায়ী এরশাদ মিয়াকে কালো কাপড়ে চোখ মুখ ঢেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে একদল লোক। গতকাল মঙ্গলবার দুপুরের ঘটনা এটি।

ব্রাহ্মণবাড়িয়া সদরের উত্তর পইতলা গ্রামের ব্যবসায়ী এরশাদ মিয়ার পারিবারিক স্বচ্ছলতায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি চক্র এক এক করে তার বিরুদ্ধে ৮ টি মামলা দায়ের করে। ওই মামলায় এরশাদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আটক ছিলেন। এক এক করে সবগুলো মামলায় জামিন পাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গতকাল মঙ্গলবার দুপুর মুক্তি পান এরশাদ মিয়া। জেল গেট থেকে বেরোনোর সাথে সাথে এক দল লোক নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কালো কাপড়ে চোখমুখ বেঁধে এরশাদ মিয়াকে দ্রুত একটি মাইক্রবাসে তুলে নিয়ে চলে যায়। তারপর থেকে এরশাদ মিয়ার আর খোঁজ জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সূত্র এরশাদ মিয়াকে ফের আটকের বিষয়টি স্বীকার না করে বলেছে, এমন কোনও ঘটনা তাদের জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

এদিকে পাঁচ সন্তানের জনক এরশাদ মিয়ার কোনো খবর না পেয়ে তার পরিবারের লোকজন অজানা আতংকে ভুগছেন।

(পিএস/এএস/মার্চ ০১, ২০১৭)