স্টাফ রিপোর্টার : রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০১৭’।

আটদিন ব্যাপী এ টুর্নামেন্ট আগামী ২ মার্চ শুরু হবে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে ‘প্রাণ ক্র্যাকো’। বুধবার প্রাণ-আরএফএলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় প্রাণ ফুডস এর ম্যানেজার অপারেশন আলী হাসান।

সংবাদ সম্মেলনে আলী হাসান জানান, ব্যাডমিন্টন খেলাকে আরো জনপ্রিয় করতে আমরা দ্বিতীয়বারের মত এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি। প্রাণ ক্র্যাকো’র লক্ষ্য তরুণদের সঙ্গে কাজ করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণ ফুডস এর ব্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেলিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সমন্বয়কারী এএসএম আসিফ, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনেরর রেফারি আয়াজ আল আমিন প্রমুখ।

(ওএস/এসপি/মার্চ ০১, ২০১৭)