স্টাফ রিপোর্টার : মঙ্গলবার বিকেল থেকে সারাদেশেই ইন্টারনেট বিভ্রাট চলছে। কালিয়াকৈর-করটিয়ার মাঝামাঝি স্থানে কয়েকটি আইএসপি সার্ভিস প্রোভাইডারের ল্যান্ড লাইন কেটে যাওয়ায় এই বিভ্রাট দেখা দিয়েছে বলে জানা গেছে।

এ কারণে ওই কোম্পানিগুলোর কাছ থেকে ব্যান্ডউইথ কেনা অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছেন। ফলে গ্রাহকরাও চরম বিপাকে পড়েছেন।

মতিঝিল এলাকার এক ব্যবসায়ী জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ করেই তার অফিসের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি তার প্রোভাইডারের কাছ থেকে জানতে পারেন দেশের ৭৫ ভাগ ইন্টারনেট লাইনের এই অবস্থা। বাকি ২৫ ভাগেরও স্পিড তেমন একটা ছিলনা।

এ ব্যাপারে ফাইবার এট হোমের চিফ স্ট্যাটেজিক অফিসার সুমন আহমেদ জানান, ‘লাইন কেটে যাওয়ার পরপরই বিকল্প ফাইবারে লাইন আবার সচল করা হয়েছে।’

এদিকে রাজধানীর মতিঝিল ও রমনা এলাকার বিটিসিএলের সংযোগও সমস্যা করছিলো বলে জানিয়েছেন ওই এলাকার ইন্টারনেট ব্যবহারকারীরা। মতিঝিল এলাকায় সমস্যা দেখা দেওয়ায় রাইজিংবিডির স্বাভাবিক কার্যক্রমও মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

(ওএস/এস/জুন ১৭, ২০১৪)