স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ টি স্বর্ণের বারসহ  এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।

বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. আরেফিন বলেন, খায়রুল নামের এক যাত্রী সৌদি আরব থেকে ভিএস-৮০৮ ফ্লাইটে বাংলাদেশে আসেন।তার লাগেজের ভেতর থেকে ২৫ টি স্বর্ণের বার পাওয়া যায়।যার ওজন প্রায় ৩ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

তিনি আরো জানান, স্বর্ণ চোরাচালান ও শুল্ক ফাকির অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ওএস/এস/জুন ১৭, ২০১৪)