বান্দরবান প্রতিনিধি : পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামেও রয়েছে পাহাড়ীদের ঐতিহ্যগত নানা ধরনের পন্য সামগ্রী। প্রতিটি পাহাড়ী সম্প্রদায়ের হস্তশিল্পের নিজস্ব পন্য রয়েছে। ইতিমধ্যে এসব পন্য দেশ-বিদেশে সমাদৃত হয়েছে। দেশকে সমৃদ্ধ করতে স্ব-দেশী পন্যের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, এ ধরনের মেলা হস্তশিল্পের প্রচার প্রসার ঘটাতে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে। বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্তরে ৬ দিনব্যাপী এস.এম.ই মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক দীলিপ কুমার বণিকের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু মারমা, বান্দরবান উইমেন্স চেম্বারের সভাপতি লাল সানি লুসাইসহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, এস.এম.ই ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলার সবগুলো ষ্টল। নানা আয়োজন নিয়ে মেলা চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। এতে প্রতিদিন সন্ধ্যার পর স্থানীয় বিভিন্ন শিল্পী গোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। মেলায় স্ব-দেশীয় উৎপাদিত বিভিন্ন পন্যের ৫৬টি ষ্টল স্থান পেয়েছে। এ ছাড়াও প্রতিদিন থাকছে লাকি কুপনের ব্যবস্থা।

মেলার উদ্বোধনী শেষে পার্বত্য প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ত্রিপুরা সম্প্রদায়ের ৬ অসহায় পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়।

(এএফবি/এএস/মার্চ ০২, ২০১৭)