সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেনগুপ্ত।

বৃহস্পতিবার বেলা ২টায় দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাফিজুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সিলেটের অতিরিক্ত এপিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার প্রমুখ।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। আগামী ৩০ মার্চ এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ আসনের মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৩৮। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৪৭৪ ও নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৩৬৪।

(ওএস/এএস/মার্চ ০২, ২০১৭)