লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার চরমঙ্গলহাটা গ্রামে দুর্বৃত্তদের  হামলায় পল্লী চিকিৎসকসহ একই পরিবারের চার জন গুরুতর আহত হয়েছেন । আহতদের লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউপির চর মঙ্গলহাটা গ্রামের পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের বাড়ির লোহার গেটের তালা কৌশলে ভেঙ্গে ৩/৪ জনের একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলাম ঘরের দরজা খুলে বের হওয়া মাত্রই দুর্বৃত্তরা রফিকুলকে (৪৪) ছ্যানদা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে আহত করে। এ সময় ঠেকাতে গেলে দুর্বৃত্তরা রফিকুলের স্ত্রী রিমা খানম (৩৫) ছেলে অনিক (১৮) এবং মেয়ে ঋতু খানম (১৪) কে কুপিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রফিকুলে স্ত্রী রিমা খানম সাংবাদিকদের জানান, আমার স্বামীসহ পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটেছে।

এরপর দুর্বৃত্তরা নবগঙ্গা নদী পার হয়ে পালিয়ে যাওয়ার সময় খলিশাখালী গ্রামের লোকজন তাদের গায়ে রক্তমাখা জামাকাপড় দেখতে পেয়ে সন্দেহ করে দুইজনকে ধরে ফেলে। ধৃতরা হলো, কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের ইসরাফিল শেখের ছেলে নজরুল শেখ (৪০) ও লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত কুটিমিয়া শেখের ছেলে রবিউল শেখ (৩৮)। পরে ধৃতদের লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা জাহাঙ্গীর আলম জানান, হত্যার উদ্দেশে পল্লী চিকিৎসকসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(আরএম/এএস/মার্চ ০৩, ২০১৭)