স্টাফ রিপোর্টার : রাজধানীর মুগদা বাস স্ট্যান্ডের সামনে থেকে কামাল  ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির কর্মচারী রুবেল হোসেন বাবু (৩০) ও রিকশা চালক দেলওয়ার হোসেনকে (২৮) গুলি করে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মুগদা থানার এস আই সাজ্জাদ হোসেন জানান, বিকেলে রুবেল হোসেন ৬ লাখ টাকা নিয়ে রিকশা করে যাচ্ছিল। মুগদা বাস স্ট্যান্ডের সামনে তিনটি মোটরসাইকেল যোগে এসে কয়েক রাউন্ড গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ওএস/এস/জুন ১৭, ২০১৪)