নওগাঁ প্রতিনিধি : সোনালী ব্যাংকের নওগাঁ শাখায় টিটি জমা দেয়ার সময় বিজিবির বেতনের প্রায় ৯ লাখ টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে রাতেই বিজিবি ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েক আবু হানিফ বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিজিবি নওগাঁ ১৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এসএম মাহমুদ হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে বিজিবির নায়েক আবু হানিফসহ ৩ বিজিবি সদস্য একটি ব্যাগে করে ৩২জনের বেতনের ৮ লাখ ৮১ হাজার টাকা টিটি করতে যান সোনালী ব্যাংকে। এসময় পাশে ব্যাগটি রেখে টিটির কাগজে স্বাক্ষর করার সময় কে বা কারা ব্যাগটি চুরি করে নিয়ে যায়। তারা বিষয়টি সঙ্গে সঙ্গে ওই ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ইকরামুল হক ও শাখা ব্যবস্থাপক আরমানুল হাবিবকে অবহিত করেন। এরপর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ১৬ বিজিবিকে অবহিত করলে উর্দ্ধতন কর্মকর্তারা ব্যাংকে এসে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চান। কিন্তু তাদের কোন ব্যাক-আপ না থাকায় ফুটেজ দেখাতে পারেননি তারা।

এ বিষয়ে সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আরমানুল হাবিব জানান, যে কম্পিউটারে সিসি টিভির ফুটেজ জমা হওয়ার কথা সেখানে মেমোরি কম থাকায় ফুটেজ আর্কাইভ হয় না। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ব্যাংকের পক্ষ থেকে আইনি সহায়তা নেয়া হবে। শীঘ্রই ঘটনার রহস্য উন্মোচন হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শামসুল আলম শাহ্ জানান, ঘটনার সঙ্গে জড়িত চক্রকে শীঘ্রই আইনের আওতায় নেয়ার জোর প্রচেষ্টা চরছে।

(বিএম/এএস/মার্চ ০৩, ২০১৭)