যশোর প্রতিনিধি : পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেছেন, বেনাপোলের মাদক ব্যবসায়ীরা আগামী এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আগামী একশ দিনের মধ্যে যশোর জেলাকে মাদক ও জঙ্গিবাদমুক্ত করা হবে।

শুক্রবার সকালে বেনাপোল পোর্ট থানা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুজ্জামান বলেন, মাদক ও জঙ্গি আমাদের দেশ, জাতি, সমাজ ও পরিবেশকে কলুষিত করছে। পিছিয়ে যাচ্ছি আমরা। দেশকে ভালোবাসলে আসুন আমরা মাদক ও জঙ্গিমুক্ত দেশ গড়ি। দেশকে এগিয়ে নিই।

যশোর জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ০৩, ২০১৭)