মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া, দৌলতপুর ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন আব্দুল হান্নান (৪৩), আব্দুল হালিম (৮) ও মজিবুর রহমান (৪০)।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে ধান কাটার সময় আব্দুল হান্নান বজ্রপাতে নিহত হন। হান্নান সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার গোরমা গ্রামের আহমদ সরকারের ছেলে।

একই সময়ে দৌলতপুর উপজেলার চরকারটারী গ্রামের কৃষক মজিবুর রহমান বাড়ির পাশে জঙ্গল পরিস্কার করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

এছাড়া এদিন দুপুরে মানিকগঞ্জের সীমান্তবর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার রেহাইপাইকেল গ্রামের শহিদ মোল্লার ছেলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুল হালিম (৮) ও একই গ্রামের আবু বক্করের ছেলে কবির হোসেন (১৮) বাড়ির পাশে খেলা করছিল। এসময় ব্রজপাতে দুইজনই আহত হয়।

এদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর চিকিৎসক আব্দুল হালিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ পাঠানো হয়েছে।

(ওএস/এস/জুন ১৭, ২০১৪)