বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমার্বতন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল।

প্রথম সমাবর্তনকে সামনে রেখে ইতিমধ্যেই শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ),উপাচার্য দপ্তরের এস. এম. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের প্রথম সমাবর্তন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নিম্নক্তো শিক্ষাবর্ষের উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের নির্ধারিত ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশন করে সমাবর্তনে অংশগ্রহণ করতে হবে। স্নাতক (সম্মান) (সকল অনুষদ) ২০০৬-২০০৭ থেকে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের জন্য ৩ হাজার, মস্টার্স (সকল অনুষদ) ২০১০-২০১১, ২০১১-২০১২, ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের জন্য ৩ হাজার ও ইএমবিএ ২০১৩, ২০১৪, ২০১৫ সামার ও ফল সেমিস্টারের শিক্ষার্থীদের ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়ছে

গ্র্যাজুয়েটদের মধ্যে যারা সমাবর্তনে অংশগ্রহণ করতে আগ্রহী তাদেরকে ১ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যেবিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd/convocation এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

যেভাবে রেজিষ্ট্রেশন করা যাবে :বিশ্ববিদ্যালয়ের www.jkkniu.edu.bd/convocation ওয়েবসাইটে প্রবেশ করে প্রদত্ত নির্ধারিত ফরমে চাহিদাকৃত তথ্যাদি প্রদান করতে হবে এবংরেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করলেই ব্যাংকে টাকা জমার ফরম পিডিএফ আকারে পাওয়া যাবে। উক্ত ফরমের নির্ধারিত স্থানে স্বাক্ষর করে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর জানান, রেজিস্ট্রেশন ও সমাবর্তন সংক্রান্ত যাবতীয় তথ্য www.jkkniu.edu.bd/convocation এই সাইটে পাওয়া যাবে।


(এমজেএল/এসপি/মার্চ ০৫, ২০১৭)