চাটমোহর (পাবনা) প্রতিনিধি : জাতীয় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭-এর কাব শাখায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে ‘‘শ্রেষ্ঠ কাব শিশু’’ নির্বাচিত হয়েছে পাবনার ভাঙ্গুড়ার জারিফ আহমাদ দীপ্ত।

দীপ্ত পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া মডেল সহকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। গত ২৬ জানুয়ারি উপজেলা পর্যায়ে এবং ১১ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সে পাবনা জেলা শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়।

এর পর ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় পযার্য়ের প্রতিযোগিতায় জারিফ আহমাদ দীপ্ত রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছে। দীপ্তর তত্বাবধানে রয়েছেন তার বিদ্যালয়ের কাব শিক্ষক মো. আব্দুস সবুর। তার পিতা মো. আহমান কবির দুলাল পাবনার ভাঙ্গুড়া উপজেলার রূপসী উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক এবং মাতা রোকেয়া হাসিনা রিজি ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। দীপ্ত ভবিষ্যতে একজন ম্যাজিষ্ট্রেট হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।

(এসএইচ/এসপি/মার্চ ০৫, ২০১৭)