বিনোদন ডেস্ক : অবশেষে নির্ধারিত হলো শিল্পী সমিতির পরবর্তী নির্বাচনের তারিখ। ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে সংগঠনটির কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শাকিব খান ও সাধারণ সম্পাদক অমিত হাসান নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্তের কথা সবাইকে জানান।

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি। চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রে ৮ (চ) অনুযায়ী, পূর্ববর্তী কার্যকরী পরিষদের মেয়াদ শেষে পরবর্তি ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তবে নির্বাচনের দিন পর্যন্ত আগের কমিটিই ক্ষমতায় বহাল থাকবে।

আসন্ন নির্বাচন নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান গণমাধ্যমকে বলেন, “আমরা নিয়মের মধ্যেই নির্বাচন দিচ্ছি। আগামী ৮ মে ৯০ দিনের মেয়াদ শেষ হবে। তার আগেই ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে তিনি বলেন, “গতকাল চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক হলো। তাই একটু ব্যস্ততা ছিলো। আশা করছি, দুই-এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করতে পারব।”

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে দুটি প্যানেল হয়েছে। একটি প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান, আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী ওমর সানি আর সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা।

(ওএস/এসপি/মার্চ ০৬, ২০১৭)