স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও এলাকার পশ্চিম নাখালপাড়ায় ট্রাকের ধাক্কায় পারুল আক্তার (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. একরাম জানান, রাতে গার্মেন্টসের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন পারুল। নাখালপাড়ায় ১৫৪ নম্বর নিজ বাসার সামনে তাকে একটি ট্রাক ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় পারুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে পারুলের মৃত্যু হয়। পারুলের স্বামীর নাম কামাল হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক সাংবাদিকদের পারুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

(ওএস/এইচআর/জুন ১৮, ২০১৪)