গাইবান্ধা প্রতিনিধি : এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যায় সন্দেহভাজন পরিকল্পনাকারী আব্দুল কাদের খানের দ্বিতীয় দফায় আবারো এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি অস্ত্রের মধ্যে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট একটি অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে কাদের খান ভুল তথ্য দেওয়ায় তাকে আদালতে হাজির করে পুনরায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২১ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া শহরের গরীব শাহ ক্লিনিক-বাসা থেকে কাদের খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন ২২ ফেব্রুয়ারি দুপুরে তাকে আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডের চতুর্থ দিনে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমপি লিটন হত্যার দায় স্বীকার করেন।

(ওএস/এএস/মার্চ ০৭, ২০১৭)