কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘরে যাত্রীবাহী বাস তল্লাশিকালে পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা।

এ সময় পুলিশের গুলিতে এক দুষ্কৃতকারী আহত হয়। পরে গুলিবিদ্ধসহ ‍দুজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে চারটি বোমা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস খাদঘরে পৌঁছলে হাইওয়ে পুলিশ তল্লাশির জন্য গাড়িটি থামায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই দুষ্কৃতকারী গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটায়।

এ সময় পুলিশ গুলি ছুড়লে এক দুষ্কৃতকারী গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ দুজনকে আটক করা হয়। বোমা বিস্ফোরণে পুলিশের কোনো ক্ষতি হয়নি। আহতকে স্থানীয় চান্দিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ওএস/এএস/মার্চ ০৭, ২০১৭)