নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে। মঙ্গলবার দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়, এতে সুবর্ণচর, হাতিয়া, নিঝুমদ্বীপে বেশ কয়েকটি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে যায়।

সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ও মোহাম্মদপুরে নদী কবলিত এলাকায় বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়। হাতিয়ার উছখালী, জাহাজমারা, চরচংগ্যা, সাগরিয়ায় বহু ঘরবাড়ি ঝড়ে উড়ে যাওয়ায় বহু পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন।

নিঝুম দ্বীপে স্থায়ী বাসিন্দার নুরন্নবী জানান, দুপুর ১টার পর কালবৈশাখী ঝড়ে হোটেল সৈকত, সৈকত ষ্টোর এর টিনের চালা উড়িয়ে নিয়ে যায়, আশেপাশের ঘরবাড়ি সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায়। মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। নামার বাজারে বহু দোকান লন্ডভন্ড হয়ে যায় এছাড়াও গাছপালা, পশুপাখির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

(এমআইইউ/এএস/মার্চ ০৭, ২০১৭)