শেরপুর প্রতিনিধি : শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮ মার্চ বুধবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শহরের নিউমার্কেট চত্বরে জেলা মহিলা পরিষদ ও নাগরিক সংগঠন জন উদ্যোগ আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রাশসক ড. মল্লিক আনোয়ার হোসেন।

র‌্যালিতে ওয়ার্ল্ড ভিশন, চাইল্ড ফোরাম, এডাব, সরকারি মহিলা কলেজ, মডেল গার্লস কলেজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র‌্যালি শেষে নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহিলা পরিষদের সহ-সভাপতি ছবি মালাকারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে সাধারন সম্পাদিক লুৎফুন্নাহার, সহ-সম্পাদিকা আঞ্জুমান আরা যুথী, সাংগঠনিক সম্পাদিকা আইরীন পারভীন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, সাবেক মহিলা কাউন্সিলর নিরু শামসুন্নাহার নীরা, নারী নেত্রী আঞ্জুমান আলম লিপি, শান্ত মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর পৌরসভা এ উপলক্ষে শহরে এক র‌্যালি ও পৌর টাউন হলে আলোচনা সভার আয়োজন করে।

(এইচবি/এএস/মার্চ ০৮, ২০১৭)