চাটমোহর (পাবনা) প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বুধবার সকাল ১১ টায় চাটমোহর উপজেলার হরিপুর বাজারে বিলকুড়ালিয়া ভূমিহীন নারী-পুরুষের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

ভূমিহীন উন্নয়ন সংস্থা’র (এলডিও) আয়োজনে এবং ঢাকার এএলআরডি’র সহযোগিতায় এলডিও’র সহ-সভাপতি ভূমিহীন নারী নেত্রী চাম্পা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) নির্বাহী পরিচালক নূরে আলম সিদ্দিকী মঞ্জু।

প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রুলফাও এনজিও সংস্থার নির্বাহী পরিচালক মো. আফজাল হোসেন, বাঁচতে চাই এর পরিচালক আব্দুর রব মিন্টু, এসএম মিজানুর রহমান, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, রকিবুর রহমান টুকুন, শামীম হাসান মিলন, ভূমিহীন নেত্রী সানোয়ারা বেগম, রাশিদা, বরুনা রানী, আনোয়ারা খাতুন, ভূমিহীন নেতা ওমর আলী, হাসান উদ্দিন হেলাল প্রমূখ।সঞ্চলন করেন আফজাল হোসেন।

এছাড়া চাটমোহর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(এসএইচএম/এএস/মার্চ ০৮, ২০১৭)