লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : যাত্রাপালার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য  নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান তার নিজ গ্রামে অভিনব উদ্যোগ গ্রহন করেছেন। লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় ও লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের সাহায্যার্থে ঢাকাস্থ বলাকা শিল্পী গোষ্ঠীর আয়োজনে বিদ্যালয় মাঠে মাসব্যাপি লোকনাট্য প্রদর্শনী, কুটির শিল্প, বাণিজ্য মেলা ও সার্কাস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে ৫ মার্চ রাত ১০টায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে অশ্লীল ও নগ্ন নৃত্য মুক্ত যাত্রাপালার উদ্ধোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী হাসানুজ্জামান, লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, বলাকা শিল্পীর গোষ্ঠীর মালিক মোঃ জাকির হোসেন, লোহাগড়া পৌরসভার কাউন্সিলর মোঃ গিয়াসউদ্দিন ভূইয়া, বুলবুল ইসলাম, মোঃ শাহজাহান সিরাজ বিদ্যুৎ, লোহাগড়া থানার এসআই মোঃ মোমিনুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বি এম লিয়াকত হোসেন, হাসান বিশ্বাস, জাহিদুল ইসলাম, ও সাংবাদিক রূপক মুখার্জি, শাহজাহান সাজু, বিপ্লব রহমান, মাহফুজুল ইসলাম, কাজী খসরুজ্জামান লিটন, শেখ শাহআলম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তৃণমুলে সাংস্কৃতিক চর্চাকে বেগমান করার জন্য লক্ষীপাশায় অশ্লীল ও নগ্ন নৃত্য মুক্ত যাত্রাপালার আয়োজন করা হয়েছে। তিনি স্বপরিবারে যাত্রাপালা উপভোগ করার জন্য সকলকে আহবান জানিয়েছেন।

এদিকে, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বুধবার সাংবাদিকদের বলেন, নড়াইল-২ আসনের সাংসদের এ উদ্যোগকে এলাকাবাসী সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

(আরএম/এএস/মার্চ ০৮, ২০১৭)