মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে বাড়ির রাস্তা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আমতৈল ইউনিয়নে ছনকাপন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবাছ মিয়া (৩০), সেলিনা বেগম (২৯), নুরুউদ্দিন মিয়া (৩৫), শুকুর বিবি (৩৯), জেসমিন (২৮), সারমিন (২৬), মিলু বেগম (২৭), লুতফা বেগম (৩২), হোছনা (২২), আব্দুল আওয়াল (২৩), আব্দুর নুর (৪৫), রোশন মিয়া (৩৯), দুলাল মিয়া (২৫), রাজিয়া বেগম (১৬), দুলন মিয়া (৪৮), রুয়েল মিয়া (৪০), বাবুল হোসেন (৪৮), আজমল মিয়া (৫৫), ছনর মিয়া (৬৫) ও শেলী আক্তার (২৭)। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছনকাপন এলাকার আব্দুল হকের বাড়ির রাস্তা একই এলাকার খয়রুদ্দিন ও আলী হোসেনের লোকজন দখল করতে আসেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজিত চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/জুন ১৮, ২০১৪)