নওগাঁ প্রতিনিধি : বুধবার নওগাঁয় শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আ ত ম আব্দুল্লাহেল বাকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেনসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী, এলজিইডি’র জেন্ডার ফোরামের সদস্যবৃন্দ এবং বিভিন্ন নারী সংগঠন সমূহের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভায় গিয়ে শেষ হয়। র‌্যালীর উদ্বোন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, প্যানেল মেয়র হাসান ইমাম তমাল। পরে পৗর মিলনায়তনে এক আলোচনা সভায় পৌর কাউন্সিলররা বক্তব্য রাখেন।

(বিএম/এএস/মার্চ ০৮, ২০১৭)