বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর নুতন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

কর্মশালায় এসডিএফ’র সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন এসডিএফ বরিশাল অঞ্চলের পরিচালক নজরুল আলম সরদার। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সংস্থার বাগেরহাট জেলা ব্যবস্থাপক মোঃ রকিব উদ্দিন আহমেদ, আঞ্চলিক ব্যবস্থাপক (লাইভলীহুড) মোঃ সাইদুর রহমান, জেলা কর্মকর্তা শাহ মোঃ শাহাদৎ হোসাইন, মিজান বিন ওয়ালী, গৌতম চন্দ্র দে, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা হৃষিকেষ দাস, জেলা বাজার সুজাত হোসেন খানসহ জেলার সরকারি, বেসরকারি, প্রাইভেট ও এসডিএফ’র কমিউনিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এসডিএফ’র এই প্রকল্প বাস্তবায়ন করায় গ্রাম পর্যায়ের অনেক মানুষ সাবলম্বি হবে। দেশ এখন সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়েছে। রেমিটেন্স, রিজার্ভ, রপ্তানি আয়, মানুষের মাথাপিছু আয় অনেক বেড়েছে।

(একে/এএস/মার্চ ০৯, ২০১৭)