নওগাঁ প্রতিনিধি : শিশু নির্যাতন বন্ধ হোক, কন্যা শিশুর বিয়ের বয়স আঠারই থাকুক এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে শিশু বিবাহ নিরোধ আইন-২০১৬ এর বিশেষ ধারা বিশেষ কারণে মা-বাবা চাইলে আদালতের অনুমতি নিয়ে ১৬ বছরে মেয়ের বিয়ে দিতে পারবে, এমন আইনটি  বাতিল করণের লক্ষ্যে বিডিও, বিএসডিওর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ৯দিনব্যাপী স্বাক্ষরতা গ্রহন অভিযান বৃহস্পতিবার শেষ হয়েছে। 

উপজেলার তিলনা, পাতাড়ী, গোয়ালা ইউনিয়নের ১৮টি শিশু বিকাশ কেন্দ্র ১৫টি সার্কেল ৪টি লোককেন্দ্র ৫টি শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বিভিন্ন এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে এই সাক্ষরতা অভিযান অনুষ্ঠিত হয়। বিভিন্ন গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২হাজার শিশুর সাক্ষর প্রদানের মাধ্যমে উক্ত ধারা বাতিলের পক্ষে মত প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কলমুডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাহার, একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার সাদ আহম্মদ শামীম, বিডিওর প্রোগ্রাম অফিসার শামসুল হক, সহযোগি প্রোগ্রাম অফিসার সুদেশ চন্দ্র, লুথারিয়ান মিশন ফিনিসের ম্যানেজার পবিত্র মালী প্রমুখ।

(বিএম/এএস/মার্চ ০৯, ২০১৭)