বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালায় স্থল বন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আমতলী এলাকার কয়েক’শ নারী পুরুষ রাস্তার দু’পাশে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা বিএনপি’র সহসভাপতি মোঃ ইসলাম বক্তব্য রাখেন।

এদিকে মানববন্ধনে বক্তারা বলেন-পার্বত্য এলাকার মানুষের উন্নয়ন করতে চাইলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৩-৪৪নং পিলারের মধ্যবর্তী চেরারখাল ও আমতলী মাঠ এলাকায় ট্রানজিট পয়েন্ট স্থাপন প্রয়োজন। এতে পুরো উপজেলার মানুষ উপকৃত হবে এবং আত্মসামাজিক প্রেক্ষাপট পাল্টে যাবে।

স্থানীয়রা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৩-৪৪ পিলারের সুবিধাজনক স্থানে স্থল বন্দর নির্মিত হলে দু’দেশের মধ্যে বানিজ্য বৃদ্ধির পাশাপাশি আত্মসামাজিক উন্নয়ন হবে।

উল্লেখ্য, শুক্রবার স্থল বন্দর সম্ভাব্যতা যাচাই-এ নাইক্ষ্যংছড়ি পরিদর্শনে যাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি।

(এএফবি/এএস/মার্চ ০৯, ২০১৭)