টাঙ্গাইল প্রতিনিধি : ১২০ লিটার চোলাই মদসহ শাহীন তালুকদার(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে কালিহাতী উপজেলার পূর্বাসিন্দা মোড় থেকে তাকে গ্রপ্তার করা হয়।

কালিহাতী থানা অফিসার ইনচার্জ খ.মো.আখেরুজ্জামান জানান, উপজেলার পূর্বাসিন্দা মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইদুল ইসলামের নেতৃত্বে এএসআই দেওয়ান শামীম ও রায়হান আলী দেশীয় তৈরি ১২০ লিটার চোলাই মদসহ শাহীন তালুকদারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহীন তালুকদার উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ গ্রামের ময়েজ উদ্দিন তালুকদারের ছেলে। শাহীনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

(এমএনইউ/এএস/মার্চ ১০, ২০১৭)