চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনের নামে মাত্র ৫ মিনিটের ফটোসেশন করা হলো। ফটোসেশন শেষে বিতরণ করা হলো নাস্তার প্যাকেট। “দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ,আনবে টেকসই উন্নয়ন”-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার সারাদেশে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে সকালে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে র‌্যালীর নামে ফটোষেশন করা হয়।

ফটোসেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা,উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ রওশন আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অফিসার আঃ হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম অংশ নেন। কোন র‌্যালী বা আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি।

জানা গেছে, উপজেলা চেয়ারম্যানসহ কর্মকর্তারা শুক্রবার উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছ ধরে অফিসার্স ক্লাবে নিয়ে তা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করেন। এরই মাঝে কয়েক মিনিটের জন্য এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালীর ফটোসেশন করেন। র‌্যালীতে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে ক্ষোভ প্রকাশ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ছুটির দিনে তাই অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।

(এসএইচএম/এএস/মার্চ ১০, ২০১৭)