স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি তপন চৌধুরী।

বুধবার বেলা ১১টায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কার্যালয়ে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তপন চৌধুরী বলেন, যেহেতু নন-লিস্টেড কোম্পানির ক্ষেত্রে করারোপ ৩৭.৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে, সে হিসেবে তালিকাভুক্ত কোম্পানির কর কমানো উচিত। এতে কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে।

তিনি আরও বলেন, ২০ শতাংশ বা তার ঊর্ধ্বে লভ্যাংশ প্রদানকারী কোম্পানির ওপর ১০ শতাংশ ট্যাক্স রিবেট অব্যাহত রাখার সুপারিশও করা হয়েছে। যাতে তালিকাভুক্ত কোম্পানিগুলো অধিক পরিমাণ লভ্যাংশ দিতে আগ্রহী হয়।

এ করারোপ অব্যাহত না রাখা হলে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন বিএপিএলসির সভাপতি তপন চৌধুরী।

(ওএস/এটিআর/জুন ১৮, ২০১৪)