আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

শুক্রবার তাদের মধ্যে প্রথম ফোনালাপের সময়ে এ আমন্ত্রণ জানান হয়। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ওয়াফা এ খবর দিয়েছে।

ট্রাম্প জানুয়ারি মাসের ২০ তারিখে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম আব্বাসকে ফোন করেন। ফিলিস্তিন-ইহুদিবাদী ইসরাইলের মধ্যে রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরুর বিষয়ে আলোচনার জন্য আব্বাসকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান হয়েছে। ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধানের মুখপাত্র এ কথা জানান।

মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, ফিলিস্তিন এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যথার্থ শান্তি স্থাপন করতে পারবে এমন শান্তি প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ট্রাম্প।

জবাবে আব্বাস বলেন, শান্তি হলো ফিলিস্তিনিদের কৌশলগত পছন্দ। এর মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের পাশে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাওয়া হচ্ছে বলেও জানান তিনি ।

গত মাসের মাঝামাঝি হোয়াইট হাউজে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। সে সময়ে তিনি বলেছিলেন, ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানে কথিত দুই রাষ্ট্র নীতি তিনি অনুসরণ করবেন না। গত কয়েক দশক ধরে এ নীতি অনুসরণ করছে আমেরিকা।

এ সময়ে ট্রাম্পকে তেল আবিবের সবচেয়ে বড় সমর্থক হিসেবে উল্লেখ করেছিলেন নেতানিয়াহু।

(ওএস/এসপি/মার্চ ১১, ২০১৭)