ফাগুনের কোকিল

ফাগুন এলেই কোকিলরে তুই
মন ভরিয়া ডাকিস
ইচ্ছা হলেই মনের মত
প্রকৃতি তুই আঁকিস ।
তোর ডাকেতে ফাগুন আসে
দেরি করে না
বাংলার বুকে তোকে ছাড়া
ফাগুন মানায় না ।
ভর-দুপুরে বন পাথারে
ডেকে বেড়াস তুই
ডাক শুনিয়া ফাগুন বেলা
করে যে হৈ চৈ ।
ফাগুন এলেই কোকিলরে তুই
প্রকৃতিকে দিস সুর
মধুর কন্ঠে গান যেরে তোর
চলে যায় বহুদূর ।