স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার অবৈধ হলেও তাদের সঙ্গে বিএনপি সংলাপ চায়। দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সরকারকে সংলাপে বসার আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ‘সারাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও সংকটের আবর্তে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র রক্ষা ও দেশের মানুষের অধিকারের স্বার্থে আমরা সরকারের সঙ্গে সংলাপ চাই।

(ওএস/এটিআর/জুন ১৮, ২০১৪)