রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ৪ জামায়াত-শিবিরকর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট।

রোববার দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতার জামায়াত-শিবিরকর্মীরা হলেন, নূর মোহাম্মদ তমাল (২৫), আব্দুল মালেক (৪৫), রতন (৩০) ও মোয়াজ্জেম হোসেন (৩৯)। নগরীর বোয়ালিয়া ও মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন। এছাড়া অন্যান্য মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন ৪ মাদক ব্যবসায়ী।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বিশেষ ওই অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১৪ জন, রাজপাড়া থানা ৯ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ৫ জন এবং নগর ডিবি ৫ জনকে গ্রেফতার করে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

(ওএস/এসপি/মার্চ ১২, ২০১৭)