স্টাফ রিপোর্টার : ভারতের সঙ্গে শেখ হাসিনার মান অভিমান চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়।

তিনি এও বলেছেন, মান অভিমান চললেও, সম্পর্ক শেষ হয়ে যায়নি। এটি ঠিক হয়ে গেলেই ফের কথা-বার্তা শুরু হবে।

রোববার (১২ মার্চ) দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে ন্যাপ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মশিউর রহমান জাদু মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

জিয়া-খালেদা-এরশাদ ভারতের দালাল প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের মান অভিমান চলছে। কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায়নি, এখনও আছে। এই পর্ব শেষ হলেই তিনি আবার ঠিক মতো কথা বলবেন। এখন অভিমানের বশেই ওই কথা বলেছেন।

বর্তমান সরকারের বিদেশে প্রভু আছে, কিন্তু কোনো বন্ধু নেই। তবে জিয়াউর রহমানের বিদেশে বন্ধু ছিল, প্রভু ছিল না বলেও মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায়।

(ওএস/এসপি/মার্চ ১২, ২০১৭)