ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই দিনে তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে শনিবার রাতে বৈরচুনা শিংহোর গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী হাসান আলী (৪২), পিতা আমির হোসেন কে ৫০ বোতল ফেন্সিডিল সহ কারিগরি স্কুলের মাঠ হতে আটক করে।

এর আগে শুক্রবার রাতে ঠাকুরগাঁও পৌর এলাকার মটর বাইক চোরের অন্যতম হোতা রায়হান (২৫) পিতা মনসুর আলী সাং সরকার পাড়া ও খাদেমুল (৪৪), পিতা আলমগীর সাং গোয়ালপাড়াকে পাঁচ পিচ ইয়াবা সহ মির্জা পাম্পের সামনে থেকে আটক করে। খাদেমুলের বিরুদ্ধে মেয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ ও আছে।

বিভিন্ন মাদক স্পটের সূত্রে জানা গেছে, এক দিকে ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অন্যদিকে থানা পুলিশের অভিযানে জেলার মাদক ব্যাবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছে। ছোট বড় কেউই বাদ পড়ছেনা।

ডিবি পুলিশের এসআই নূর আলম, এএসআই রফিক, এএসআই হেলাল, কনষ্টেবল এনামুল কঠোর পরিশ্রম করছেন বলে জানা গেছে।

এসআই নূর আলম জানান, পুলিশ সুপার ফারহাত আহমেদের বিশেষ নির্দেশনায় আমরা অভিযান চালাচ্ছি।

জেলার অভিভাবক মহল মনে করেন,যুব সমাজ রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

(এফআই/এসপি/মার্চ ১৩, ২০১৭)