স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর কাজের গতি বাড়াতে প্রথম থেকেই বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করে আসছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করবেন তিনি।

পরিদর্শনে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা। তাদের বিভিন্ন দিক-নির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শও দেবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহামদ নাসিম মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ ও বর্তমান সরকারের মেয়াদের অগ্রগতি তুলে ধরবেন।

সবশেষ গত ২২ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর গত ৬ ফেব্রুয়ারি প্রথম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদশন করেন তিনি ।

এরপর গত ১৬ ফেব্রুয়ারি শ্রম, ১৩ মার্চ স্বরাষ্ট্র, ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি, ৮ মে বেসামরিক বিমান ও পযটন, ১১ মে পানি সম্পদ, ১৫ মে পরিবশে ও বন এবং ১৮ মে তথ্য মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, গত ৭ এপ্রিল মন্ত্রিসভায় প্রশাসনকে গণমুখী এবং আরও গতিশীল করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ওএস/এটিআর/জুন ১৮, ২০১৪)