নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার চারটি থানায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ছয় মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি পাইপগান, একশ গ্রাম গাজা, ১০৯ পিস  ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর রাত পর্যন্ত গত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করা হয়। এর মধ্যে নড়াইল সদর থানায় ১৬ জন, লোহাগড়ায় ৯, কালিয়ায় ৫ জন এবং নড়াগাতি থানায় ৮ জনকে আটক করা হয়। অভিযান চলাকালে কালিয়া উপজেলার বারইপাড়া খেয়াঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদকদ্রব্য মাদকসহ আটক ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়তে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

(টিএআর/এএস/মার্চ ১৩, ২০১৭)