লড়াই করে

লড়াই করে দেশ পেয়েছি
লড়াই করে মাটি,
মায়ের মুখের আনবো হাসি
চাওয়া ছিলো খাঁটি।

রণাঙ্গনে ছুটেছিলাম
ছাত্র মজুর কৃষাণ,
সবার ছিলো একটি চাওয়া
লাল সবুজের নিশান।

যার যা আছে লড়তে হবে
ভুলি নাই সেই উক্তি,
ভাই হারিয়ে স্বাধীনতা
আর এনেছি মুক্তি।

লড়াই করে জয় করেছি
আমার জন্মভূমি,
সেই ইতিহাস শুনলে ঠিকই
অবাক হবে তুমি।

(একে/এএস/মার্চ ১৩, ২০১৭)