স্টাফ রিপোর্টার : সংসদের ট্রেজারি বেঞ্চের সামনের সারিতে বসে নিয়মিত ঘুমানোর অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের আসন পরিবর্তন করে দেয়া হয়েছে। তার পরিবর্তিত আসন হয়েছে দ্বিতীয় সারিতে।

সংশ্লিষ্টরা জানান, সংসদ অধিবেশন চলাকালে ঘুমিয়ে পড়ার এ অভিযোগ সাহারা খাতুন, সাবেক আরেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরসহ আরো কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সমালোচনাও হয়েছে। বিষয়টি দৃষ্টি এড়ায়নি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। আর তার নির্দেশেই সংসদে সামনের সারির আসন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পেছনে।

দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী হিসেবে জ্যেষ্ঠতার ভিত্তিতেই তাকে সংসদের প্রথম সারির আসন দেয়া হয়েছিল।

আসন পরিবর্তনের বিষয়টি স্বীকার করেছেন চিফ হুইপ আসম ফিরোজ বলেছেন, কেন তার আসন পরিবর্তন করতে বলা হয়েছে, তা জানি না। প্রধানমন্ত্রী তার আসনটি ওখানে না রাখার জন্য বলেছিলেন।

প্রসঙ্গত, প্রথম সারিতে সাহারা খাতুনের আগের আসনটিতে এখন বসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

(ওএস/এটিআর/জুন ১৮, ২০১৪)