খুলনা প্রতিনিধি : সুন্দরবনের মূর্তিমান আতঙ্ক জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ওরফে জিয়াসহ (৩৭) চার দস্যুকে গ্রেফতার করা হয়েছে।। 

সোমবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-৬ খুলনার লবণচরাস্থ সদর দফতরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর এলাকার কাঠেশ্বর ফরেস্ট ক্যাম্প এলাকায় জলদস্যুরা ডাকাতির জন্য অবস্থান করছে- এমন খবর পেয়ে র্যাব-৬ এর একটি দল রবিবার রাতে সেখানে অভিযানে যায়।

লে. এএমএম জাহিদুল কবীর ও এএসপি মো. বজলুর রশীদ অভিযানে নেতৃত্ব দেন।সুন্দরবনের জলদস্যু বাহিনী প্রধান জিয়াসহ গ্রেফতার ৪-ছবি: মানজারুল ইসলামএ সময় স্থানীয় কাঠেশ্বর খালের পশ্চিম পাড় এলাকা ঘেরাও করে জলদস্যু ‘জিয়া বাহিনী’র প্রধান জিয়াউর রহমান ওরফে জিয়াসহ চার দস্যুকে গ্রেফতার করা হয়।

দলের অপর তিন সদস্য হলেন মিন্টু গাজী (৩২), মাসুম বিল্লাহ (২৪) ও ইউনুস আলী ওরফে পচা (২৫)।

এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি একনলা বন্দুক (ওয়ান শুটার গান) , দু’টি দেশি একনলা পাইপ গান এবং ১৯ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের শ্যামনগর থানায় সোপর্দ করে মামলার প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত অভিযান ও আত্মসমর্পণের কারণে সুন্দরবনে এখন বড় কোনো বাহিনী নেই। তবে ক্ষুদ্র পরিসরে আরও ৫/৬টি বাহিনী সক্রিয় রয়েছে।

গ্রেফতারকৃত ‘জিয়া বাহিনী’ এ ধরণের একটি ক্ষুদ্র বাহিনী। এদের দলে মোট ১২জন সদস্য রয়েছে। এর মধ্যে অভিযানকালে আটজন পালিয়ে যায়।

(ওএস/এএস/মার্চ ১৩, ২০১৭)