নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা পুলিশ সাইবার হ্যাকিং চক্রের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে। সোমবার রাত ৮টায় পুলিশ সুপারের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এই তথ্য প্রদান করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রাশিদুল হক।

তিনি জানান, গ্রেফতারকৃত এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি বিশেষ করে মহিলাদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম হ্যাকিং করে তার একাউন্টের গোপন ইনবক্স থেকে ব্যক্তিগত তথ্য এবং ছবি সংগ্রহ করতো। এসবের মধ্যে দুর্বল বিষয়গুলো এবং ছবির মুখমন্ডলের সাথে অন্য যে কোন অশ্লীল ছবি জুড়ে দিয়ে তাদের ব্ল্যাকমেইল করে আসছিল। পরে তাদের নিকট থেকে ব্লাকমেইল করে সর্বনিম্ন ৫শ’ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। সম্প্রতি ০১৭০৪৬৭৮০৫৭ নম্বর বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হয়।

এ ব্যাপারে ডিএমপিতে দায়েরকৃত একটি অভিযোগের ভিত্তিতে ওই বিকাশ নম্বরের সূত্র ধরে প্রায় ১৮ ঘন্টা একটানা সফল অভিযান চালিয়ে এই ৩ জনকে আটক করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। তিনি সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম, ইন্সপেক্টর আনোয়ার হোসেন, ইন্সপেক্টর মাহবুব আলম, সাব-ইন্সপেক্টর সোহেল রানা, সাব ইন্সপেক্টর সাজেদুর রহমান, সাব-ইন্সপেক্টর রোকনুজ্জামানকে সাথে নিয়ে দীর্ঘ ১৮ ঘন্টা একটানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

আটককৃতরা হলো ,নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া সেবাশ্রম পাড়ার রেজাউল করিমের ছেলে রফিকুল ইসলাম টুটুল, কালিতলা এলাকার আজিজার রহমানের ছেলে আখতারুজ্জামান অবুঝ এবং হাট-নওগাঁ সাহেবপাড়া এলাকার আব্দুর রহিম শেখের ছেলে সালেকুর রহমান মানিক। তাদের নিকট থেকে এই প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, একটি মডেম এবং ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের ডিএমপির হাতে তুলে দেয়া হয়।

(বিএম/এএস/মার্চ ১৪, ২০১৭)